ট্রেন ও পাখি
এক ঝাঁক পাখি
উড়ে উড়ে বলছে
ট্রেন এলো নাকি!
ট্রেন তুমি বহু পথ
পাড়ি দিয়ে দিয়ে
চলে যাও আমাদের
না নিয়ে নিয়ে।
ট্রেন তুমি দুষ্টু
পাজি তুমি ভারি
কথা নেই আমাদের
দিচ্ছি যে আড়ি।
যত বড়ই হই না কেন
যত বড়ই হই না কেন
মনটা আমার শিশুর মন
শহরজুড়ে হাঁটলেও সে
নদীর পাশে কিছুক্ষণ।
বসে আবার, ধরে গাঁয়ের
চেনা সবুজ মেঠোপথ
যত বড়ই হই না কেন
মনটা গাঁয়ের পারাবত।
যতই বড় হই না কেন
মনটা জুড়ে থাকে গ্রাম
মনের ডাকে গাঁয়ে ফেরার
পাঠিয়ে দিলাম রঙিন খাম।
মেলা
রথের মেলা
লাঠিখেলা
নাগরদোলা
আলাভোলা
বাঁশির সুরে
হারাই দূরে।
মুড়কি মোয়া
উঠছে ধোঁয়া
কুলফি মালাই
চল রে পালাই।
ইলিশের ছড়া
সর্ষে ইলিশ
দোপেঁয়াজি
ইলিশ পোলাও
ইলিশ ভাজি।
বাবার সাথে
মাওয়া গিয়ে
টাটকা ইলিশ
খাওয়া নিয়ে
খোকার সাথে খুকুর সেদিন
বিরাট গণ্ডগোল
খোকা খাবে ইলিশ ভাজি
খুকু ইলিশ ঝোল।
বাবা শেষে মুচকি হেসে
বলেন- চিন্তা নেই,
মন যা চাবে তা-ই পাবে
তোমরা দুজনেই।




Post a Comment